‘নোলক’ ছবিতেই থেমে গেল রাজমনি সিনেমা হল

পিবিএ,ঢাকা: ফিল্মপাড়াখ্যাত কাকরাইলের রাজমনি সিনেমা হলটি বন্ধ করে দেয়া হয়েছে। ১২ অক্টোবর শাকিব–ববির জুটির ‘নোলক’ ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে থেমে গেল রাজমনির কার্যক্রম। এখানে ২২তলা একটি বাণিজ্যিক ভবন তৈরি করা হবে। তবে মালিক সেখানে চলচ্চিত্র প্রদর্শনের কোনো জায়গা রাখবেন না।

গত রোববার থেকে এই সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। রাজমনি হল প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালের ৩ মার্চ। কামাল আহমেদ পরিচালিত ‘লালু ভুলু’ ছবিটি প্রদর্শনীর মধ্য দিয়ে চালু হয়েছিল এই হল। শেষ হলো শাকিব খানের ‘নোলক’ দিয়ে।

এ বিষয়ে চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি বলেন, রমরমা ব্যবসা দিয়ে সিনেমা হলটি চালু হলেও এখন ব্যবসায় চরম মন্দা। শুধু ভালো ছবির অভাবে ব্যবসা চালানো যাচ্ছে না। তাই হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা।

ছবির ব্যবসায় প্রায় ৫০ বছর ধরে যুক্ত আহসান উল্লাহ। বাবা সরাফত উল্লাহ ভূঁইয়া ছিলেন সোনারগাঁও এলাকার স্কুলশিক্ষক। চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন সত্তরের দশক থেকে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...