পিবিএ স্পোর্টস ডেস্কঃ বিসিসিআই-র সভাপতি হওয়ার পথে সৌরভ গাঙ্গুলীর নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি ছোট্ট সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁর ভবিষ্যৎ কর্মসূচী। বিসিসিআইয়ের মসনদে বসে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ভাবমূর্তি স্বচ্ছ্ব করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। ভারতীয় দলের হয়ে খেলা, পরবর্তীতে দলের অধিনায়ক হওয়া সৌরভ, বিসিসিআইয়ের সভাপতির পদে আসীন হওয়া এক আলাদাই অনুভূতি৷ জানিয়েছেন তিনি৷
দায়িত্ব পেয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটদের জন্য বিশেষ নজর দিতে চান সৌরভ। গত তিনবছর ধরে এই নিয়ে তিনি কমেটি অব অ্যাডমিনিস্ট্রেটর কাছে আর্জি জানিয়ে এসেছেন৷ এবার পদে এসে এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়েও চিন্তাভাবনা করবেন৷ বিনা বিরোধিতায় বিসিসিআই সভাপতি হওয়ায় তাঁর ওপর আরও বাড়তি দায়িত্ব থাকছে বলে মনে করছেন বাংলার দাদা৷ তবে সভাপতিত্বের ন’মাসের সময়সীমা কি কম হয়ে গেল? নিময় যা, তা তো মানতেই হবে, সাফ কথা সৌরভের।
জগমোহন ডালমিয়ার উত্তরসূরী হতে পেরে আবেগআপ্লুত সৌরভ। জগমোহন ডালমিয়া পিতৃসম৷ তিনি ছাড়াও শ্রীনিবাসন,অনুরাগ ঠাকুর খুবই দক্ষতার সঙ্গে এই পদ সামলেছেন, জানিয়েছেন সৌরভ। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয়না, স্পষ্ট করেছেন বিসিসিআই সভাপতির পদে আসা সৌরভ গাঙ্গুলী
পিবিএ/এমআর