আ’লীগে বিএনপি-জামায়াতের যারা প্রবেশ করেছে তাদের দল থেকে বিদায় করতে হবে: নানক


পিবিএ,রংপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি বলেন আওয়ামী লীগের ভেতরে গ্রুপ করার জন্য দল ভারী করার জন্য যারা বিএনপি জামায়াতকে দলে ঢুকিয়েছেন আর যারা ঢুকে পড়েছে তাদের তৃনমুল পর্যায় থেকে শুরু করে সকল স্থান থেকে খুজে বের করে ঝেটিয়ে বের করে দিতে হবে।

তিনি আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুরবিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথ বলেন।

জাহাঙ্গীর কবীর নানক আরো বলেন, শেখ হাসিনা দেশে নয় সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন তিনবার যে দল ক্ষমতায় থাকে সে দলে কিছু অসাদু মানুষ ঢুকে পড়েছে যারা দলের বহিরাগত কোন দিন দল করেনি অথচ দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের খুজে বের করার জন্য দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

নানক আরো বলেন, হায়েনারা যেকোনও সময় ছোবল মারতে পারে। আমাদের সর্তক থাকতে হবে। এখন দলে শুদ্ধি অভিযান চলছে। আপনারা দলে কোনও ধরনের বহিরাগতদের জায়গা করে দিবেন না।

তিনি আরো বলেন, যারা এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকবেন যা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ত্যাগী নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে কমিটিতে জায়গা করে দিবেন। এটা আমার কথা না এটা মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সভানেত্রীর কথা। নেত্রীর নির্দেশেই আমরা এই প্রতিনিধি সভায় এসেছি। শেখ হাসিনা ক্যাসিনো বলেন আর ফ্যাসিনো বলেন কোন কিছুতেই রেহাই দিচ্ছেন না। দলের যতবড় রতিমহারথি হোক না কেন অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছেন।

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম , সাংসদ ডিউক চৌধুরী, সাবেক মন্ত্রী মোতাহার হোসেন, মোস্তাফিজার রহমান ফিজারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি সভায় রংপুর বিভাগের উপজেলা সভাপতি সম্পাদক জেলা সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...