ব্রেট লি কে বোলিং কোচ হিসেবে পাবার চেষ্টা করছে শ্রীলঙ্কা

পিবিএ,ঢাকা: যে কোন দেশের ক্রিকেটে উন্নতির জন্য ভাল কোচিং স্টাফ অপরিহার্য। শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে সাবেক অজি পেসার ব্রেট লি কে পেতে আগ্রহী লঙ্কান বোর্ড।

অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি কে কোচিং স্টাফে পাবার চেষ্টা করছে শ্রীলঙ্কা। এক সময়ে ব্যাটসম্যানদের আতংকিত করা ব্রেট লি কে বোলিং কোচ হিসাবে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। শ্রীলঙ্কার জনপ্রিয় সংবাদ মাধ্যম সিলন টুডে তাঁদের সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

আধুনিক যুগের বোলিং হিসেবে ব্রেট লি এর সুনাম বিশ্বজুড়ে। সম্প্রতি শ্রীলঙ্কার কিছু স্কুল দলকে কোচিং করিয়ে গেছেন এই তারকা বোলার । টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই সেরা দলের তকমা পাবার ভিশন নিয়ে নামা শ্রীলঙ্কা ক্রিকেট তাঁদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সিনিয়র টিমের ক্রিকেটার ও কোচদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করার ব্যবস্থা করতে।

খেলোয়াড়ি জীবনে ছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। এসএলসি চাচ্ছে শ্রীলঙ্কার পেসারদের তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানভান্ডারের সান্নিধ্যে আনতে। ব্রেট লির মত একজন অভিজ্ঞ কে নিয়োগ দিলে তাদের বোলিং এট্যাক আরও মজবুত হবে এমন হিসেবে ব্রেট লি কে চায় তারা।

ক্রিকেটীয় জীবনে ব্রেট লির রেকর্ড অনবদ্য। যেখানে ৩৬ টেস্ট এ ৩.৪৭ ইকোনমি তে নিয়েছেন ৩১০ উইকেট। আর ২২৫ ওওয়ানডেতে ৪,৭৬ ইকোনমিতে নিয়েছেন ৩৮০ উইকেট। টি-২০ তে ব্রেট লি অবশ্য বেশি ম্যাচ খেলেননি। ২৫ টি-২০ তে ৭.৮৬ ইকোনমিতে ২৮ উইকেট শিকার করেন এই অজি পেসার।

পিবিএ/ইকে

আরও পড়ুন...