২৫ অক্টোবর বিয়ে করছেন সাবিলা নূর


পিবিএ বিনোদন ডেস্কঃ তিন বছরের বন্ধু নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করছেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। ২৫ অক্টোবর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে দু’জনের বিয়ের আয়োজন করা হয়েছে বলে পিবিএ’কে নিশ্চিত করেছেন সাবিলা।

বিয়ের পরপরই ইউরোপের গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পছন্দের তালিকায় মরিশাসও রয়েছে।

তিনি বলেন, “নেহালের সঙ্গে আমার তিন বছরের বন্ধুত্ব। পারিবারিকভাবেই দু’জনের বিয়েটা হচ্ছে। সবার কাছ থেকে দোয়া চাই।”
চাঁদপুরের ছেলে নেহাল পেশায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।

বিয়ের দিন পনের আগে থেকেই ফর্দ ধরে দু’জন মিলে বিয়ের কেনাকাটাও সেরে ফেলেছেন বলে জানান সাবিলা। আমন্ত্রণপত্রও বিলি করা হয়েছে।

“বেশিরভাগ কেনাকাটা ঢাকা থেকেই করা হয়েছে আর অল্প কিছু পোশাক কেনা হয়েছে ভারত থেকে।”

বিয়ের পর অভিনয়ের সাময়িক বিরতি কাটিয়ে নভেম্বরের শেষের দিকে পুরোদমে অভিনয়ে ফেরার কথা জানান তিনি।

২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন।’

পিবিএ/এমআর

আরও পড়ুন...