১৪ দলের শরিকরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে: সেতুমন্ত্রী

kader PBA
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: সংসদে বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা। আওয়ামী লীগ চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমাদের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪-দলীয় জোট আদর্শিক জোট, রাজনৈতিক জোট। এটি কোনো নির্বাচনী জোট নয়।

তিনি আরও বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তাই এ বিজয় উপলক্ষে সোহরাওয়ার্দীতে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...