নারীর শক্তি হল পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা

পিবিএ ডেস্ক: এমনটাই মনে করেন অ্যাঞ্জেলিনা জোলি। তাঁর মতে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটাই ক্ষমতার পরিচয়। হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির মতে নারীর নিজের শক্তি দেখানোর উপায় হল পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, তাদের সঙ্গে ঝগড়া করা নয়। এই পথেই পৃথিবীটা আরও সুন্দর হবে।

এই অভিনেত্রী-ফিল্মমেকার-অ্যাক্টিভিস্ট ডিজনির সাম্প্রতিক ছবি ‘ম্যালফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। ‘যখনই কোনও ছবি দেখি যেখানে বলা হয় ‘এই নারী শক্তিশালী’ তখনই দেখি হয় সেই নারীদের পুরুষকে হারাতে হচ্ছে, বা সেই পুরুষের সমকক্ষ হতে হচ্ছে বা সেই নারীর কোনও পুরুষকে দরকারই পড়ছে না’, এক সাক্ষাৎকারে বলেন অ্যাঞ্জেলিনা।

‘ম্যালফিসেন্ট’-এ কেন্দ্রিয় চরিত্রকে এক সহমর্মী চরিত্র হিসেবে দেখানো হয়েছে। এটা ‘স্লিপিং বিউটি’তে যে ভিলেন তার থেকে অনেকটাই আলাদা। এই চরিত্রে (প্রিনসেস অরোরা) অভিনয় করছেন এলি ফ্যানিং। এলির সঙ্গে কাজ করার প্রসঙ্গে অ্যাঞ্জেলিনা বলেন, ‘আমাদের দু’জনের চারপাশের পুরুষদের থেকে শেখা এবং ভালোবাসার প্রয়োজন আছে। এটা (ছবির মাধ্যমে) আমার মনে হয় অল্পবয়সী মেয়েদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যাওয়ার দরকার আছে। তাদের উদ্দেশ্যে আমি বলি নিজেদের শক্তি খুঁজে বের কর। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের চারপাশের পুরুষদের থেকেও শেখো, তাদের শ্রদ্ধা কর।’

অ্যাঞ্জেলিনা বলেন নারীকেন্দ্রিক ছবিতে গুরুত্বপূর্ণ বিষয় হল দুটো নারীর হিরোইজম এবং ভিলেনি একেবারে অন্যভাবে প্রকাশ পায়, ঠিক যেমন পুরুষ হিরোইজম-এর ছবিতে সেটা আর একভাবে প্রকাশ পায়।

ছবি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ছবিতে নারীরা খুব শক্তিশালী। কিন্তু যে ভিলেন, যে খারাপ, সেও একজন নারী। তাকে হারতেই হয়। এই সমস্ত নানারকম নারী চরিত্রের আনাগোনা আছে ছবিতে। কিন্তু আমি এটাও বলতে চাই যে এই সমস্ত নারী চরিত্রের সঙ্গে যে পুরুষ চরিত্র আছে তারাও অসাধারণ। সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...