১৮টি পদে ৭৬ জনকে নিয়োগ দেবে সচিবালয়

পিবিএ,ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৮টি পদে মোট ৭৬ জনকে নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষন সহকারী- ০১টি, ক্যাটালগার- ০২টি, বিতর্ক সহ-সম্পাদক- ০১ টি, লেজিসলেটিভ এ্যসিস্ট্যান্ট- ০২টি, ইন্সপেক্টর (এস্টেট)- ০১টি, ফটোগ্রাফার স্টিল- ০১টি, টিভি টেকনিশিয়ান- ০১টি, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ০৮টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ০৯টি, গ্রন্থাগার সহকারী- ০২টি, সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর- ০৩টি, রিডার- ০১টি, অ্যাম্বুলেন্স ড্রাইভার- ০২টি, ড্রাইভার- ১৬টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০৮টি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট- ১৪টি, এপিএই অপারেটর/মাইক অপারেটর- ০১টি, মোয়াজ্জিন- ০৩টি। আবেদনের শেষ সময় : ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ।

আবেদনের ঠিকানা : প্রার্থীকে ‘উপ-সচিব, মানবসম্পদ শাখা-২, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ বরাবর আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

আরও পড়ুন...