বড়পুকুরিয়া কয়লা লোপাটের মামলায় সাবেক এমডিসহ তিনজন কারাগারে, জামিন ২০ জন

কয়লা লোপাট
কয়লা লোপাটের মামলায় সাবেক এমডিসহ তিনজন কারাগরে

পিবিএ,দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ২৪৩ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯৯ মেট্রিক টন কয়লা গায়েবের ( চুরির) দুর্নীতির মামলায় ২৩ অভিযুক্তের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহামদ, মহাব্যবস্থাপক (মাইনিং অপারেশন) আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী এবং উপ মহাব্যবস্থাপক (ষ্টোর ডিপার্টমেন্ট) একেএম খালেদুল ইসলামের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। বর্তমানে সাময়িক বরাখাস্ত রয়েছেন তারা। জামিন পেয়েছেন সাবেক ৬জন এমডিসহ ২০জন আসামি। আজ বুধবার দুপুরের দিকে ওই আদেশ দেন দিনাজপুরের জেলা ও দ্বায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

খনির ইয়ার্ড থেকে বিপুল পরিমান কয়লা লোপাটের ঘটনায় গেল বছরের ২৪ জুলাই ১৯ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর থানায় মামলা করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান। মামলাটি তদন্ত দুদকের উপ-পরিচালক সামসুল আলম। অভিযুক্তদের মধ্যে ৫জনকে অব্যাহতি দিয়ে এজাহার বর্হিভূত আরো ৯জনকে অভিযুক্ত করে ২৩জনের বিরুদ্ধে চলতি বছরের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই তদন্ত কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার অভিযোগপত্র (চার্জশীট) আমলে নিয়ে অভিযুক্ত সাবেক ৭ এমডিসহ ২৩জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেন জেলা ও দ্বায়রা জজ আজিজ আহমদ ভূঞা। এর প্রেক্ষিতে আদালতে আত্বসর্ম্পন করে জামিনের আবেদন জানান অভিযুক্তরা। প্রায় দেড়ঘন্টা সরকার এবং আসামিপক্ষের শুনানি শেষে ২০জনের জামিন মঞ্জুর এবং অভিযুক্ত অন্য ৩জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেন দেন বিচারক।

কয়লা গায়েবের কারনে কয়লার অভাবে কয়লা ভিত্তিক পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ৭ মাস বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়েছিল।
পিবিএ/সালাহ উদ্দিন আহমেদ/জেডআই

আরও পড়ুন...