জিয়ার ৮৩তম জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

পিবিএ,ঢাকা: বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

কর্মসূচি :
দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শুক্রবার বেলা ২-৩০টায় সুপ্রিম কোট বার অডিটোরিয়ামে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা। শনিবার সকাল ১০-০০টায় শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন।

bnp logo

দিবসটি উপলক্ষে ইতোমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্রোড়পত্র প্রকাশিত হবে। অনুরুপভাবে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা হবে।
পিবিএ/জেআই

 

আরও পড়ুন...