ভেজাল খাদ্য নিয়ে গবেষণার জন্য মালয়েশিয়ায় পিএইচডি ডিগ্রী লাভ শারমিন সুলতানার

পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় দেড় দেশের শিক্ষার্থী দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জনে নিয়োজিত রয়েছেন প্রতিনিয়তই তারা দেশের মান উজ্জ্বল করে চলেছেন শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে তেমনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়া থেকে ফুড সিকুরিটি এনালাইসিস বিষয়ে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেন শারমিন সুলতানা

 

স্থানীয় সময় শনিবার (১২ অক্টবোর ) বিশ্ববিদ্যালয়ের হলে আয়োজিত ৫৯তম অনাড়ম্বর সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে সম্মানসূচক পিএইচডি ডিগ্রী সনদ তুলে দেন মালয়েশিয়ান সুলতান নাযরিন মুইযুদ্দিন শাহশারমিন সুলতানা সিরাজগঞ্জ সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে

২৯ বছর বয়সী এই তরুণী নিরাপদ খাদ্যের গুনগত মান নিন্বয়ে উন্নত প্রযুক্তির আবিষ্কার করেন সেই সাথে এই তরুণীর খাদ্যে ভেজাল নিয়ে পাঁচটি লিখা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়ে প্রশংসিত হন এবং তিনি জাপান ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে তার গবেষণার বিষয়গুলি উপস্থাপন করেন এই মেধাবী তরুণী বাংলাদেশে সাইন্স এন্ড টেকনোলজি থেকে তিনি স্কলারশীপ পান

ডিগ্রি অর্জনের বিষয়ে এনটিভি অনলাইনকে জানানআমার এই সমস্ত অর্জনের পিছনে আমার পরিবারের সকলের দোয়া ভালোবাসা এবং নিজের চেষ্টা আর পরিশ্রমই আমার এতদূর আসা সম্ভব হয়েছে মালয়েশিয়ার খ্যাতনামা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিগ্রি অর্জন করতে পেরে সত্যিই আমি গর্ববোধ করছি

আমার ডিগ্রি লাভের স্বপ্ন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করায় আমি আমার পিতামাতার কাছে কৃতজ্ঞ সেই সাথে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বন্ধুবান্ধব, বিশেষ করে আমার স্বামীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছিআমার এই অভিজ্ঞতাকে মাতৃভূমির কাজে লাগাতে চাই

পিবিএ/কায়সার হামিদ হান্নান/ইকে

আরও পড়ুন...