সাংবাদিক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন


পিবিএ,রংপুর: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে মহানগরীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। রংপুরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের ব্যুরো প্রধান মাহবুবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সামাজিক সংগঠন বাংলার চোখের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী।

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রফিক সরকার, একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, দৈনিক খোলা কাগজের রংপুর অফিস প্রধান ও প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু, সিটি প্রেসক্লাবের সদস্য সচিব শরিফুজ্জামান বুলু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম. মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।

বক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পীর হাবিবুর রহমানকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা এসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ, সদস্য ছাড়াও রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...