প্রধানমন্ত্রীকে সৌরভের আমন্ত্রণ

পিবিএ,ঢাকা: প্রথমবারের মতো আগামী মাসে টেস্ট খেলতে ভারত যাবে বাংলাদেশ। যেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে ২২ তারিখ ইডেনে ভারতের বিপক্ষে টেস্টে খেলবে টাইগাররা।

ঐতিহাসিক এই সফরকে স্মরনীয় করে রাখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুুন সভাপতি সৌরভ গাঙুলি। সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই না কি আমন্ত্রণ পাঠানোও হয়েছে। এমনটাই বলছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।

আনন্দবাজারের সেই প্রতিবেদন বলছে, ‘শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনো কোনো উত্তর না এলেও মনে করা হচ্ছে যেকোনো মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন।’

পত্রিকাটি আরও বলছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে যাচ্ছেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ আনন্দবাজারকে জানিয়েছেন, এসব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে আসেন, তখন স্বাগতিক দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়।’

টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই অভিযান শুরু হয়েছিল সৌরভ গাঙ্গুলির। বাংলাদেশের অভিষেক হওয়া সেই টেস্টে অবশ্য জিতেছিল ভারতই। ফলে অধিনায়কত্বের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এই টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে চান ‘মহারাজ’।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ৭ ও ১০ তারিখে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে। ম্যাচ তিনটি যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুরে হবে।

এরপর ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে, ইন্দোরে ১৪ নভেম্বর থেকে। আর দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি কলকাতার ইডেনে গার্ডেনে, ২২ নভেম্বর থেকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...