ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

পিবিএ ডেস্ক: ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির দক্ষিণে আঘাত হানা এ ভূমিকম্পে চার জন নিহত হয়েছে।

এই ভূমিকম্পের কারণে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের শহর জেনারেল সান্তোসে আঘাত হানে। কম্পনের কেন্দ্র ছিলো দাভাও শহরের ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, দাভাও ডেল সুর প্রদেশের ম্যাগসেসে এলাকায় ভূমিধসে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। টুলুনান এলাকায় নিহত হয়েছে এক শিশু এবং আহত হয়েছে দুজন।

ভূমিকম্পে হৃদক্রিয়া বন্ধ হয়ে কোটাবাটো এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...