টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পিবিএ/জেডআই