পিবিএ ডেস্ক: দেখতে দেখতে একটি বছর চলে গেল। কিংবদন্তি ব্যান্ড তারকা-গিটার জাদুকর আইয়ুব বাচ্চু নেই। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন তিনি। আজ শুক্রবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। বাচ্চুর চলে যাওয়ার দিনটি আবার আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের জন্মদিন।
গত বছর তাহসান যখন বাচ্চুর মৃত্যুর খবরটি শোনেন, তখন তার আনন্দের দিনটি শোকে পরিনত হয়ছিল। দিনটি উদযাপন করেননি তিনি। নিজের জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটিও অপ্রকাশিত রেখেছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় এসব তথ্য জানান তাহসান। গত বছরের সেই অপ্রকাশিত কবিতাটি এক বছর পর আবৃত্তি করে শোনালেন তিনি।
ভিডিওবার্তায় তাহসান বলেন, ‘গত বছর ১৭ অক্টোবর ফেসবুকে আমার ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেছিলাম। যেখানে লিখেছিলাম ভক্তদের কাছে আমি জোর করে একটা উপহার চাই। আর কী উপহার চাই, সেটা একটা কবিতা লিখে জানাব। কিন্তু পরদিন বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে যান। এরপর আর আমার মন-মানসিকতা ছিল না কবিতাটি পোস্ট করার। আজ আবার কবিতাটি সামনে এলো তাই সবাইকে পড়ে শোনাচ্ছি।
পিবিএ/বিএইচ