পিবিএ,ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবি’র প্রতিবেদনে সত্যিকারের তথ্য প্রকাশ হয়েছে। এতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) আঁতে ঘা লেগেছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি আরও বলেন, টিআইবির রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সে জন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ নেই। মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকেই জেনেছে।’আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলেছে, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রাথমিক প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশ করে টিআইবি। সরকারি দলের একক সক্রিয়তা, বিরোধীদলীয় প্রার্থী ও কর্মীদের নামে মামলা-গ্রেপ্তার-হয়রানি, প্রচারে বাধা, সহিংসতা, রাতে ব্যালটে সিল মারা, আগেই ব্যালট বাক্স ভরে রাখা, পোলিং এজেন্টদের বাধা ও বের করে দেওয়া, প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরবতা, জাল ভোট, বুথ দখল, ভোটারদের বাধা বা তাড়িয়ে দেওয়া, নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা—এবারের সংসদ নির্বাচন নিয়ে এসব অভিযোগ উঠে আসে টিআইবির গবেষণায়।
অপরদিকে, সরকারি দলের পক্ষ থেকে টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, ‘টিআইবি অলীক গল্প সাজিয়েছে।’ তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ টিআইবির প্রতিবেদনকে ‘একপেশে, মনগড়া ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট বলে’ মন্তব্য করেছেন।
পিবিএ/এফএস