পানি বদলে আগুন বের হয় টিউবওয়েলের মুখ থেকে

টিউবওয়েলের মুখে আগুন
টিউবওয়েলের মুখে দেশলাই বা লাইটার ধরলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন

পিবিএ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গ্রামে টিউবওয়েলের মুখে দেশলাই বা লাইটার ধরলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মোল্লাপাড়া গ্রামে।

গ্রামের বাসিন্দাদের দাবি, ভূগর্ভে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এ জন্য টিউবওয়েলের মুখে দেশলাই বা লাইটার ধরলে আগুন জ্বলছে। তিন দিন ধরে এ ঘটনা ঘটছে বলে জানান তাঁরা।

এলাকাবাসী আরো জানান, আলাদাভাবে কোনো টিউবওয়েলে নয়, বরং অধিকাংশ টিউবওয়েলের কাছে দাঁড়ালে শোনা যাচ্ছে গ্যাস নির্গত হওয়ার শব্দ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে এ ঘটনা দেখতে ছুটে আসছে মানুষ।

এর মধ্যে স্থানীয় বিডিও অফিস থেকে কর্মকর্তা ও প্রকৌশলীরা এলাকাটি ঘুরে দেখেছেন। এ ছাড়া এলাকা পরিদর্শন করেছেন দেগঙ্গা থানা পুলিশ। তাঁদের ধারণা, মাটি থেকে প্রাকৃতিক গ্যাস উঠে আসছে।

গ্রামটির অধিকাংশ টিউবওয়েলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সে জন্য টিউবওয়েল থেকে পানি পাচ্ছেন না এলাকাবাসী। গোসল করাসহ প্রয়োজনীয় কাজে ভোগান্তিতে পড়ছেন তাঁরা। ১০ কিলোমিটার দূর থেকে পানি কিনে আনতে হচ্ছে বাসিন্দাদের। এসব ঘটনায় প্রশাসনের নজরদারি কামনা করছেন তাঁরা।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...