পিবিএ,নাটোর :নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের মোল্লাপাড়া গ্রামের মোছাঃ রোয়াজান বেওয়ান(৭৫) নামে এক বৃদ্ধা মহিলা তার জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে। বৃদ্ধা মহিলা মোল্লাপাড়ার মৃত রসবুল্লার স্ত্রী। তার ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় তার বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনে বৃদ্ধা অভিযোগ করে বলেন, গত ৬ জুন ২০১৮ সালে তার ৫ম ছেলে মো.নজরুল ইসলাম ও সায়রা বেগম তাকে ডাক্তার দেখানোর কথা বলে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে যায় এবং ভুর বুঝিয়ে কিছু কাগজে (দলিলে) টিপ সই নিয়ে কিছু ঔষধ কিনে বাড়িতে নিয়ে আসেন ।পরে জানতে পারেন সুকৌশলে ছেলে নজরুল ও সায়রা মোট ৪৪,১/২ শতাংশ জমি লিখে নিয়েছে।
তিনি আরো বলেন,আমার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি ইসলামী শরিয়াহ মোতাবেক আমার সকল ওয়ারিশরা পাবে। সুস্থ সজ্ঞানে আমার সম্পত্তি কোন ওয়ারিশকে দলিল কর দেই নাই। আমার সাথে তারা প্রতারণা করে ভুমি রেজিষ্ট্রি করে নিয়েছে। আমার জমি ফেরত চাই এবং তাদের বিরুদ্ধে আইন-আনুগ ব্যবস্থা চাই।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত রানা লাবু মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি। আগামী বুধবার ইউনিয়ন পরিষদ ভবনে শুনানী হবে
পিবিএ/এনএইচ/ ইএইচকে