পিবিএ,ঢাকা: গত ৮.১২.২০১৮ তারিখ শনিবার রাত ৯.৩০টায় টি.আই.সি কলোনী মোড় জয়নাল মার্কেট, ফরিদাবাদ, দক্ষিণখান বাসা থেকে বের হয়ে যায় প্রতিবন্ধী উমায়েস (২৫) এবং অদ্যাবধি ফেরেনি। তার গায়ের রং ফর্সা, মুখে হালকা দাড়ি, গোফ আছে। লম্বায় ৫ ফিট ৬ ইঞ্চি। সে বহুমুখী প্রতিবন্ধী। ইংরেজী ও বাংলায় মায়ের নাম, নানার নাম, নানার বাসার ঠিকানা লিখতে পারে।
নিখোঁজ হবার সময় তার পরনে সাদা ফুল হাতা লং সোয়েটার, নীল চেক পাজামা, পায়ে নীল চটি ছিল। কথা বলতে পারে, কানে কম শোনে, চোখে কম দেখে, হালকা-পাতলা গড়ন। দক্ষিণখান থানার উত্তরায় সাধারণ ডায়েরী করা হয়েছি। ডায়েরী নং- ৫২১, তারিখ: ০৯.১২.২০২১৮, তদন্ত অফিসার এস.আই আরিফ, মোবাইল: ০১৬৭৭ ১০৭০৩৯।
উমায়েসের মা বিশিষ্ট কন্ঠশিল্পী হোসনে আরা শেলী সন্তানের অপেক্ষায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছেন। এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে না পেয়ে অসহায় মা কাঁদতে কাঁদতে মুর্ছা যাচ্ছে। কোন সদয় ব্যক্তি যদি উমায়েসের সন্ধান পেয়ে থাকেন তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র মোবাইল: ০১৭১০ ২২৪৩৬৭ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
পিবিএ/জেআই