ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নওয়াজ শরীফ

পিবিএ ডেস্ক: করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। সোমবার রাতে তাকে অসুস্থ হয়ে পড়ায় জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার প্লাটিলেট ভয়াবহ আকারে কমে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেছে। তার জরুরিভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

এই চিকিৎসক আরও জানিয়েছেন, লাহোরে তিনি নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি নওয়াজের শরীর ভালো দেখেননি। তিনি বেশ অসুস্থ ছিলেন।

তিনি বলেন, নওয়াজ শরীফ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। এগুলো জীবনের জন্য হুমকি স্বরুপ। এটা খুবই গুরুত্বের সঙ্গে নেয়া উচিত এবং তাকে সেভাবে চিকিৎসা করানো উচিত।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর এক মুখপাত্র বলেন, নওয়াজ শরীফকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে একদল চিকিৎসকের অধীনে তার চিকিৎসা করা হবে।

নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ অভিযোগ করেছেন যে, তার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাওয়ার পরেও দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়নি। তিনি বলেন, তার ভাইয়ের যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...