আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ১৪ পুলিশ নিহত

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আলি আবাদ জেলার আরজ বেগি গ্রামে এক পুলিশ ফাঁড়িতে তালেবান বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ পুলিশ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর ) ওই হামলার ঘটনা ঘটে।প্রাদেশিক পরিষদের সহকারি চেয়ারম্যান সাইফুল্লাহ আমিরির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। নিহতদের মধ্যে পুলিশ ফাঁড়ির কমান্ডারও আছেন বলে নিশ্চিত করেন আমিরি।

এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, হামলায় ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...