পিবিএ ডেস্ক: প্রতি ১৬ মিনিটে ভারতে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। এছাড়া প্রতি পাঁচ মিনিটে একজন গৃহবধু নির্যাতিত এবং প্রতি দুই ঘণ্টায় একজন নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটছে।
মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ১৮ থেকে ৩০ বছরের নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতনে শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ ছাড়াও মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর প্রদেশে ৫৬ হাজার, মহারাষ্ট্রে ৩১ হাজার এবং পশ্চিমবঙ্গে ৩০ হাজার নারী নির্যাতনের মতো অপরাধের ঘটনা ঘটেছে।
পাশাপাশি প্রতি আড়াই দিনে একজন অ্যাসিড হামলার শিকার এবং প্রতি এক ঘণ্টা সাত মিনিটে যৌতুকের জন্য মৃত্যুর ঘটনা ঘটে।
২০১৭ সালে ভারতে ৩২ হাজারের বেশি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছিল ধর্ষিতার নিকটাত্মীয়, বন্ধু বা পরিবারের সদস্যরা।২০১৭ সালে ভারতের বিভিন্ন স্থানে নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পিবিএ/ইকে