উঠল ধর্মঘট: মাঠে নামছে খেলোয়াড়রা

পিবিএ,ঢাকা: বুধবার দুপুরেই জানা গিয়েছিল, ধর্মঘটরত ক্রিকেটারদের দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিকেলে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ধর্মঘটী ক্রিকেটাররা। এরপরেই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানালেন প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বেতন বৃদ্ধি ও বর্ধিত সুবিধা-সহ একগুচ্ছ দাবি নিয়ে বোর্ডের বিরুদ্ধে ধর্মঘটে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিক্ষোভে শামিল হন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়রা।

শুক্রবার থেকে জাতীয় ক্রিটে লিগে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা করলেন ক্রিকেটাররা। ধর্মঘটের জেরে অনিশ্চয়তার মেঘ ঘনায় নভেম্বর মাসের শুরুতে জাতীয় দলের আসন্ন ভারত সফর নিয়ে। যদিও ঢাকা সফরে গিয়ে ভারত-বাংলাদেশ সিরিজ হবে বলেই দাবি করেন বিসিসিআই-এর নবনির্বাচিত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ধর্মঘটী খেলোয়াড়দের দাবির মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের ৫০% বেতনবৃদ্ধি, দাতীয় ক্রীড়াচুক্তির মেয়াদ বৃদ্ধিকরণ, ঘরোয়া চার দিনব্যাপী ম্যাচ ও ৫০ ওভারের ম্যাচের ফি বৃদ্ধি এবং গ্রাউন্ড স্টাফদের জন্য উন্নত সুযোগসুবিধা।

মঙ্গলবার বিসিবি সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, ক্রিকেটাররা তাঁদের দাবিদাওয়া নিয়ে সরাসরি বোর্ডের দ্বারস্থ হলে সমস্যার সমাধান হবে। ধর্মঘটের পিছনে ষড়যন্ত্র ও খেলোয়াড়দের ভুল বুঝিয়ে ইন্ধন জোগানোর ইঙ্গিতও দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...