পিবিএ ডেস্ক: প্রতি ১২ মিনিটে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম বা ইউএডিপি’র পরিচালক আখিম স্টেইনার বুধবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সি একটি করে ইয়েমেনি শিশুর মৃত্যুর এই পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। ইউএনডিপি’র পরিচালক বলেন, খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু বেঘোরে প্রাণ হারাচ্ছে। এর আগে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমান মানব ইতিহাসের ভয়াবহত মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালো মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। স্রেফ সৌদি শাসকদের পছন্দের সরকার বসাতেই ইয়েমেনে এ যুদ্ধ শুরু করে আরব জোটের দেশগুলো। না জাতিসংঘ না পশ্চিমা বিশ্ব এর কোনো সুরাহা করতে পারছে।
পিবিএ/বাখ