একটি চকোলেটের দাম সাড়ে ৪ লাখ টাকা!

পিবিএ ডেস্ক: এক কেজির এক-একটি বক্সের সীমিত চকোলেটই বাজারে আনা হয়েছে। ভারতীয় মুদ্রায় দাম পড়ছে ৪.৩ লাখ টাকা। মিশেলিনের তারকা শেফ ফিলিপ কন্টিসিনির সঙ্গে যৌথ প্রয়াসে তৈরি হয়েছে অতীব সুস্বাদু এই চকোলেট। দামে চমকে ওঠার মতোই! হবে নাই বা কেন। আর পাঁচটা সাধারণ চকোলেট তো নয়। সবার জন্যও নয় অবশ্য। সাধ থাকলেও সাধ্যে কুলোবে না। বা, সাধ্যে কুলোলেও ক’জনই-বা কয়েক লাখ টাকা খরচ করে, বিলাসী এই চকোলেট কিনবেন! তাই ভারতের বাজারে প্রায় সাড়ে ৪ লাখ টাকা দরের চকোলট মিলছে শুনলে, বিস্মিত হতেই হয়।

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই চকোলেট দেশীয় বাজারে নিয়ে এল আইটিসির লাক্সারি চকোলেট ব্র্যান্ড ফ্যাবেল। দুনিয়ার অন্যতম দামি এই চকোলেট। ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ফ্যাবলের এই বিলাসী চকোলেট, যার নাম ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রাঅর্ডিনেয়র। এক কেজির এক-একটি বক্সের সীমিত চকোলেটই বাজারে আনা হয়েছে।

গত বছরের মার্চে এমন আরও এক দামি চকোলেট প্রদর্শিত হয়েছিল পর্তুগালে। যা পাহারা দিতে প্রদর্শনীতে দু-জন অস্ত্রধারী ব্যক্তিকেও রাখতে হয়। এক বছর আগে প্রতি পিস চকোলেটের দাম ছিল ৭,৭২৮ ইউরো। টাকার হিসেবে প্রায় আট লাখ।

কিন্তু, কী এমন রয়েছে, যার জন্য চকেলেটের এত দাম? চকোলেটের নির্মাতাদের দাবি, তাঁদের এই চকোলেটর ওপরের আবরণে ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী স্বর্ণ। এ ছাড়া বিশ্বের সবচেয়ে দামি মশলার অন্যতম জাফরান, মাদাগাস্কারের ভ্যানিলা ও হোয়াইট ট্রফেল ব্যবহৃত হয়েছে। চকোলেটটি বানিয়েছিলেন পর্তুগিজের নির্মাতা ড্যানিয়েল গোমেজ। শুধু চকোলেটই নয়, মুকুটের মতো দেখতে এর মোড়কও সাড়ে পাঁচ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো!

পিবিএ/বাখ

আরও পড়ুন...