খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী: হাটহাজারী আবাসস্থল ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ১০ ফিট র্দৈঘ্য ও প্রায় ১০ কেজি ওজনের একটি অজগর সাপ।
বৃহস্পতিবার(২৪অক্টোবর)বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজলোর উত্তর ফতেয়াবাদ এলাকার কালি মন্দীরের পাশের বিলে কয়েকজন যুবক মাছ ধরার সময় সাপটি আরিফের পাঁয়ে আটকে যায়। এসময় অপর যুবক জাহেদুল ইসলাম সাপটি ধরে উপরে নিয়ে আসে।
ওই সময় অজগরটিকে মেরে ফেলার জন্য গণপিটুনি দিতে চাইলে স্থানীয় অন্য যুবকরা বাধা দেয়।তবে স্থানীয় দুই যুবক মো. জাহেদ ও আরিফ অজগর সাপটিকে উদ্ধার করে ১১মাইল ফরেষ্ট অফিসে নিয়ে আসে।
হাটহাজারী ১১মাইল ফরেস্ট বিটের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া বলেন,উত্তর ফতেয়াবাদের পশ্চিমে পাহাড়ি এলাকা থেকে অজগরটি নেমে আসতে পারে, উপজেলার কোথাও সাপসহ যে কোন বন্যপ্রাণী উদ্ধার হলে তা ফরেস্ট বিটকে অবহিত করার পরামর্শ দেন।সন্ধ্যায় অজগরটি হাটহাজারী ফরেষ্ট বিট ষ্টেশনের পশ্চিমে গহীন বনে উন্মুক্ত করা হয়েছে।
পিবিএ/খোরশেদ আলম শিমুল/জেডআই