পিবিএ ডেস্ক: চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করে জঙ্গি মতাদর্শের প্রচারণা চালাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, অ্যাপটির পক্ষ থেকে আইএসের অন্তত ২০টি অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।
ওয়াল স্ট্রিটের খবরে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী তাদের তথাকথিত খিলাফতের জাতীয়সংগীত প্রকাশ করে টিকটকে। এছাড়া মরদেহ ও তাদের যোদ্ধাদের ভিডিও প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি সংস্থা স্টোরিফুল আইএস সংশ্লিষ্ট ২০টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। ইতোমধ্যে সেগুলো বাতিল করা হয়েছে।
খবরে বলা হয়েছে, আইএস-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টে প্রায় ১ হাজার ফলোয়ার রয়েছে। একটি ভিডিওতে ৬৮ লাইক পড়েছে। প্রকাশিত ভিডিওগুলো তরুণদের টার্গেট করে বানানো হয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির জঙ্গিবাদ বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্দাল বলেন, তাল, লয়, শৈল্পিক কথা ও জোরালো উপস্থাপন তরুণদের আকর্ষণ করে। গানের মতো করে আইএসের এই প্রচারণা দ্রুত ছড়াচ্ছে এবং মনে গেঁথে যায়। খুতবা বা তাত্ত্বিক বিতর্ক অথবা চুক্তির চেয়েও এই পদ্ধতি বেশি কার্যকর।
প্রযুক্তিবিষয়ক যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, টিকটকে আইএসের উপস্থিতি কত ব্যাপক তা জানা যায়নি। তাদের দাবি, জঙ্গি কার্যক্রমের ছবি আপলোডের সঙ্গে সঙ্গে তা মুছে ফেলা হয়।
টিকটকের মূল কোম্পানি বাইটডেন্সের পক্ষ থেকে ঠিক কতটি জঙ্গি সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলা হয়েছে তা জানানো হয়নি।
পিবিএ/ইকে