এবার পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

পিবিএ,ঢাকা : আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের এই নির্দেশ দেন তিনি। সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বলেন, পঙ্কজকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর আগে বুধবার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এদিকে বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও। তবে পঙ্কজের বিরুদ্ধে কোনো অভিযোগের খবর পাওয়া না গেলেও তাকে সংগঠনের দায়িত্বপালন থেকে বিরত থাকতে হচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...