পিবিএ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদপেস্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাহরাইন। গত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছে তবে তারা তা প্রকাশ্যে স্বীকার করে না।
একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা বাহরাইন আল-ইয়াওম জানিয়েছে, গত এপ্রিলে হামাদ ও নেতানিয়াহুর মধ্যে ওই বৈঠক গোপন অনুষ্ঠিত হয়। সে সময় বাহরাইনের ৬৯ বছর বয়সী রাজা হামাদ হাঙ্গেরির প্রেসিডেন্ট জ্যানোস আদেরের সঙ্গে বৈঠকের নামে বুদাপেস্টে সফর করেন।
বাহরাইনে ২৫ জুন যে কথিত শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তার প্রস্তুতি নিয়েও রাজা হামাদ বৈঠকে আলোচনা করেন। সূত্র আরো জানায়, নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে রাজা হামাদ ওই বৈঠক করেন।
নেতানিয়াহু সে সময় পরিবার নিয়ে অবকাশ যাপন করছিলেন কিন্তু বৈঠকের জন্য তিনি অবকাশযাপন সংক্ষিপ্ত করে হাঙ্গেরিতে ছুটে যান এবং হামাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে ওই দিনই আবার তিনি ফিরে যান। এ বৈঠকের ব্যাপারে সে সময় আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়নি।
পিবিএ/এমএসএম