রাতারাতি কোটি কোটি ডলারের মালিক এই যুবক

পিবিএ ডেস্ক: রাতারাতি তিনশ ৮৮ কোটি ডলারের মালিক হওয়ার পর সারাবিশ্ব তাকে চিনে ফেলেছে। এক রাতের মধ্যেই বিশ্বের ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। যার কথা বলা হচ্ছে, তিনি মাত্র ২৪ বছরের একজন যুবক। সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন।

কোটি কোটি ডলারের মালিক হওয়ার জন্য একবিন্দুও পরিশ্রম করতে হয়নি তাকে। যেন আকাশের চাঁদ নিজে থেকেই তার হাতে চলে এসেছে! হাতে ‘চাঁদ’ পেয়ে জীবনটাকে এখন অন্যরকমভাবে উপভোগ করছেন এই যুবক। কখনো নামকরা মডেলদের সঙ্গে পার্টি করছেন, আবার কখনো বিল গেটসদের সঙ্গে একই টেবিলে খাবার খাচ্ছেন। আবার কখনো নামকরা অভিনেতার পাশে বসে বাস্কেটবল খেলা দেখছেন।

জানা গেছে, ওই যুবকের নাম এরিক সে। ওয়াশিংটনের সিয়াটলে জন্ম হলেও এরিকের বেড়ে ওঠা হংকংয়ে। হংকংয়ের স্কুলেই তার পড়াশোনা। পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যায়ের স্কলারও ছিলেন তিনি।

জেনে অবাক হবেন, রাতারাতি এই যুবক তিনশ ৮৮ কোটি ডলার উপহার পেয়েছেন। আর তাতেই বিলিয়নিয়ার হয়ে গেছেন এরিক। আসলে এরিকের বাবার পারিবারিক ব্যবসা রয়েছে। সাইনো বায়োফার্মাসিউটিকল লিমিটেডের প্রতিষ্ঠাতা তার বাবা। আর তার মা ওই সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর।

সংস্থার সম্পত্তির পরিমাণ বর্তমানে আটশ ৫০ কোটি ডলার। সেই সম্পত্তির একাংশ ছেলে এরিককে উপহার দিয়েছেন টেসি দম্পতি। ফলে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন এরিক। বিলিয়নিয়ার হওয়ার পর কেমন জীবন কাটাচ্ছেন এরিক? তার বিলাসবহুল জীবনের পরিচয় সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া যায়।

রিহানা, বেলা হাদিদের মতো একাধিক সেলিব্রিটির সঙ্গে দুর্দান্ত সব ছবি আপলোড করেছেন তিনি। তাদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন। কখনো ফ্রান্সের সাবেক ফার্স্ট লেডি কার্লা ব্রুনির সঙ্গে, তো কখনো ইউরোপের মোনাকের প্রিন্সেস চার্লিনের সঙ্গে ফটোশুট করছেন। আবার কখনো ডলফিনের সঙ্গে জলকেলি উপভোগ করছেন।

ফোর্বস ম্যাগাজিন অনুসারে, এই উপহার তাকে বিশ্বের প্রথম প্রথম সাড়ে পাঁচশ জন ধনীর তালিকায় নিয়ে এসেছে। ঘুরতে ভীষণ পছন্দ করেন এই কোটিপতি যুবক। কখনো দুবাই, কখনো রাশিয়া তো কখনো প্যারিসে চলে যান।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...