লারাকে টপকাতে ৬৭ রান

 

পিবিএ ডেস্ক: চাই আর মাত্র ৬৭ রান। তা হলেই ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারাকে টপকে যাবেন বিরাট কোহালি। মেলবোর্নে রান তাড়া করতে নেমে ভারত অধিনায়ক তা পারেন কিনা, সেদিকে নজর রয়েছে ক্রিকেটমহলের।

১৭ বছরের কেরিয়ারে ২৯৯ একদিনের ম্যাচে ২৮৯ ইনিংসে ১০৪০৫ রান করেছেন লারা। রয়েছে ১৯ সেঞ্চুরি ও ৬৩ হাফ-সেঞ্চুরি। গড় ৪০.৪৮। ২০০৭ বিশ্বকাপে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন লারা।

বিরাট কোহালি মেলবোর্নে ব্যাট করতে নামার আগে পর্যন্ত ২১০ ইনিংসে ৫৯.৭৬ গড়ে করেছেন ১০৩৩৯ রান। ফলে, ৬৬ রান করলে তিনি স্পর্শ করবেন লারাকে। আর ৬৭ করলে টপকে যাবেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে। তিনি অবশ্য লারার দ্বিগুণ সেঞ্চুরি করে ফেলেছেন এর মধ্যেই। অ্যাডিলেডে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে কেরিয়ারের ৩৯তম সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহালি।

পিবিএ/এসআই

আরও পড়ুন...