চেন্নাই সিটিকে হারিয়ে সেমিতে গোকুলাম কেরালা

পিবিএ ডেস্ক: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের গ্রুপ বি থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো গোকুলাম কেরালা। আজকে তারা চেন্নাই সিটি এফসিকে হারিয়েছে ২-০ গোলে। বি গ্রুপ থেকে আরেকটি দল কে সেমিতে খেলবে তা নির্ধারিত হবে আজকের দ্বিতীয় ম্যাচ থেকে।

প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে লণ্ডভণ্ড হতে থাকে চেন্নাইয়ের রক্ষণ দেয়াল। গোকুলাম কেরালা সফলতাও পায় দ্রুত। প্রথম গোল আসে ৮ মিনিটে। হেনরি কিসেক্কার শট চেন্নাইয়ের গোলকিপারের গায়ে লেগে ফিরে এলে গোল করে লিড এনে দেন লালরোমাইয়া।

১১ মিনিটের মাথায় মাশুরের গোলটি অফসাইডে বাঁধা পড়লে দ্বিতীয় গোল বঞ্চিত হয় গোকুলাম কেরালা। তার পরের মিনিটেই গোল পায় তারা। এবার আর ভুল করেননি কিসেক্কা। সোজাসুজি বল পাঠিয়ে দেন জালে। এরপর আরও কিছু সুযোগ পেলেও গোল হয়নি।

প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দুই দলই বেয়াহ গোছানো কিছু আক্রমণ করলেও গোল পায়নি কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে যায় গোকুলাম কেরালা। সন্ধ্যা ৭ টায় বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করতে মাঠে নামবে বসুন্ধরা কিংস এবং টেরেঙ্গানু।

পিবিএ/ইকে

আরও পড়ুন...