বিক্রি হচ্ছে ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’

পিবিএ ডেস্ক: পত্রিকাটির মালিক স্যার ফ্রেডারিক এবং স্যার ডেভিড বারক্লে শনিবার জানান, তারা তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যার মধ্যে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপও (টিএমজি) রয়েছে। এটির পাশাপাশি তারা সানডে টেলিগ্রাফও বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি।

মালিকদ্বয় আরো জানান, চলতি বছরের ১৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, বিগত অর্থবছরের চেয়ে এবার টিএমজি গ্রুপে ৯৪ শতাংশ লাভ কম হয়েছে। ফ্রেডারিক এবং বারক্লে, এই দুই ভাই তাদের উত্তরাধিকার সূত্রে ২০০৪ সালে গ্রুপটির মালিকানা পেয়েছিলেন। উল্লেখ্য, ১৮৫৫ সালের ২৯ জুন দ্য ডেইলি টেলিগ্রাফের প্রথম সংস্করণ প্রকাশিত হয়ছিল।

দ্য নিউইয়র্ক টাইমসে তাদের সম্পদ বিক্রয়ের খবরটি প্রথম প্রকাশিত হয়েছে। কয়েক বছর আগেও টেলিগ্রাফ বিক্রির গুঞ্জন উঠেছিলো কিন্তু তারা বিষয়টি অস্বীকার করেছিল।

নিউইয়র্ক টাইমস আরো জানায়, বিগত বছরগুলোর তুলনায় ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’র সার্কুলেশন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৮৬ এবং ‘সানডে টেলিগ্রাফ’র সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৩৫১ কপিতে।

বিবিসির এক উদ্ধৃতিতে জানা যায়, টেলিগ্রাফ পত্রিকাটি আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বিক্রি করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি, ধারণা করা হচ্ছে সম্পদের মধ্যে টেলিগ্রাফই প্রথম বিক্রি হবে।
এছাড়া তাদের অন্যান্য ব্যবসার মধ্যে রিৎজ হোটেলও বিক্রির জন্য বাজারে দরদাম চলছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...