সিঁথিতে সিঁদুর দিয়ে দীপাবলি উদযাপন করলেন কারিনা (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: আনন্দের ক্ষণে উৎসবে মাতোয়ারা সবাই। রূপালি পর্দার তারকারা পিছিয়ে থাকবেন কেন! তাই জম্পেশ আয়োজনে দীপাবলি উদযাপন করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, বিশেষ দিনগুলোর আনন্দ পরিবারের সঙ্গেই ভাগ করে নিতে পছন্দ করেন কারিনা। গতকাল রোববারও তার ব্যতিক্রম হলো না। বিশেষ দিনটি স্বামী সাইফ আলি খান ও সন্তান তৈমুর আলি খানকে সঙ্গে নিয়ে কাটালেন তিনি।

এ দিন কারিনার পরনে ছিল সোনালি ও বাদামি রঙের নজরকাড়া সালোয়ার। গোলাপি রঙের ওড়না পরিহিত কারিনার কপালে ছিল সিঁদুর। আয়োজনে উপস্থিত ছিলেন সাইফকন্যা সারা আলি খান।

এ দিন আতশবাজি হাতে নিয়ে মেতে থাকতে যায় তৈমুরকে। এসেছিলেন কারিনার বোন, বলিউড তারকা কারিশমা কাপুরও। সবমিলিয়ে পারিবারিক আবহে কেটেছে তাঁদের বিশেষ এই দিনটি।

পিবিএ/এমএসএম

https://www.instagram.com/p/B4HMFT7HU2K/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

আরও পড়ুন...