জিকে শামীমের দখলের জমি ফিরে পেলেন মালিকরা

পিবিএ,ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় গণপূর্ত বিভাগের প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমের অবৈধভাবে দখল করা বিপুল পরিমাণ জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিকরা।

রোববার বিকেলে ডেমরা থানা পুলিশের সহায়তায় প্রকৃত মালিকরা জমি বুঝে নেন। দুই বছর পর নিজেদের জমি বুঝে পেয়ে সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

২০১৭ সালের বিভিন্ন সময়ে অস্ত্রের মুখে জমির মালিকদের জিম্মি করে বিপুল পরিমাণ জমি দখল করে জিকে শামীমের বাহিনী। দেশে চলমান শুদ্ধি অভিযান শুরু হলে ক্যাসিনো ক্যালেঙ্কারিসহ নানা অভিযোগে আটক করা হয় জিকে শামীমকে। পরে গত ২৫ অক্টোবর জমি উদ্ধারে সহায়তা চেয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন দখল জমির মালিকরা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...