পিবিএ ডেস্ক: নেটদুনিয়ায় পুনম পাণ্ডের উপস্থিতি মানেই নতুন কিছু। দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা ভিডিও দিতে কার্পণ্য করেন না তিনি। তাতে সুকৌশলে ছড়িয়ে দেন উষ্ণতা। মডেলিং বা অভিনয় সংক্রান্ত কাজকর্মের জন্য যতটা আলোচনার কেন্দ্রে থাকেন তার চেয়ে বেশি আলোচিত বোল্ড চরিত্রের জন্য।
https://www.instagram.com/p/B32L3CEJVWl/
সোশ্যাল মিডিয়ায় যতবার আবেদনের খেলায় মেতে ওঠে পুনমের শরীর, ততবার ঝড় ওঠে লাইক-শেয়ারের। খবরের শিরোনামে উঠে আসতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেননি কেউ, ভবিষ্যতেও পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন পুনম। ভিডিও শেয়ারের পর থেকেই যেটির ভিউ সংখ্যা বেড়েই চলেছে। হয়েছে ভাইরালও। তোলপাড় শুরু হয়েছে বলিউডে।
https://www.instagram.com/p/B3xGaeCJQXQ/?utm_source=ig_embed
ভিডিওটির ক্যাপশনে লাস্যময়ী পুনম লিখেছেন, বেডটাইম স্টোরিজ’ এপিসোড-১। পুরো ভিডিও দেখতে তিনি নিজের ওয়েবসাইটে ক্লিক করতে বলেন ভক্তদের। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ১০ লাখের মতো ভিউ হয়েছে। কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৪ হাজার। পুনমের অনুরাগীরা ইচ্ছা মতো নিজেদের মনের কথা জানিয়েছেন কমেন্ট বক্সে।
পিবিএ/বিএইচ