কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি যুক্তরাষ্ট্র যুবদলের

পিবিএ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত মানববন্ধনে বক্তারা বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তারা আশা প্রকাশ করে বলেন, খালেদা জিয়া আবার ক্ষমতায় ফিরে এসে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুধু ফেসবুকে নয়, যে যেখানে আছেন সবরকম সহযোগিতা নিয়ে রাজপথে নামতে হবে। সারা দেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য থাকবেন।

এসময় জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম এ বাতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাহফুজুল মাওনা নানু, আবু তাহের, ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনি, জাসাস দলের নেতা কাওছার আহম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন, শামীম আহমেদ, ফারুক উদ্দিন, আব্দুল মোমেন সোহেল, রুহেলজামান চৌধরী, মনসুর আহমে; শাওন, সিদ্দিক হোসেন সোহেল, ছায়েদ আলী, মান্নান, আবুল কাহির, মীর হোসেইন, হারুন, আশরাফুল হাছান, আসলাম, রাজ খান, সেলিমউদ্দিন, আলম প্রমূখ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...