সানি লিওনকে অন্য পুরুষের সঙ্গে দেখলে সহ্য করতে পারেন না ড্যানিয়েল

পিবিএ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনির সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবারের রসায়নটা বেশ চমৎকার। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই কার্পণ্য করেন না দুজন। আর কাজ ও সংসার একসঙ্গে সামলে সানি দেখিয়ে দিচ্ছেন, চাইলে একসঙ্গে অনেককিছু পারেন সানি। তবে সানিকে অন্য পুরুষের সঙ্গে শয্যায় দেখলে সহ্য করতে পারেন না ড্যানিয়েল, এমনটি জানালেন খোদ সানি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ড্যানিয়েলের জন্মদিন উদযাপিত হয়। আর বিশেষ এই দিনে অনেক কথাই অকপটে প্রকাশ্যে আনলেন সানি। সানি জানান, একটি মেইলের মাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর হয় ফোন নম্বর আদান-প্রদান। একদিন টানা তিন ঘণ্টা কথা বলার পর তাঁদের মনে হতে থাকে, একে অপরকে দীর্ঘদিন যাবত চেনেন তাঁরা। একসঙ্গে কাজ করার পর তাঁদের ঘনিষ্ঠতা রূপ নেয় প্রণয়ে।

ড্যানিয়েলকে বরাবরই জীবনের সেরা মানুষ হিসেবে অভিহিত করেন সানি। তবে নিজের পর্নগ্রাফিতে অভিনয় সম্পর্কে ড্যানিয়েলের ভাবনার ব্যাপারেও মুখ খুললেন সানি। সানি জানান, সম্পর্কের প্রথমদিকে সানির পর্নগ্রাফিতে অভিনয়ের বিষয়টি মেনে নিতে পারতেন না ড্যানিয়েল। অন্য পুরুষের সঙ্গে সানিকে বিছানায় দেখলে মুষড়ে যেতেন ড্যানিয়েল। এর পরই সানি সিদ্ধান্ত নেন, পর্নগ্রাফিতে অভিনয় করলে কেবল ড্যানিয়েলের সঙ্গেই করবেন।

জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওনি। তিনি ‘জিসম-২’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পেহেলি লিলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘তেরা ইন্তেজার’ ও নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর’-এ অভিনয় করেছেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...