৬৭ বছর বয়সে সন্তান জন্ম দিলের দিলেন চীনের নারী

পিবিএ ডেস্ক: ৬৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়েছেন দিলেন চীনা নারী।

সোমবার (২৮ অক্টোবর) জাওঝয়াং সিটির ম্যাটারনিটি এন্ড চাইল্ড হেলথ কেয়ার হসপিটাল এ খবর জানিয়েছে। এই দম্পতি দাবি করেছেন, স্বাভাবিকভাবে সন্তান ধারণকারী তারাই চীনের সবচেয়ে বেশি বয়সী বাবা-মা। তিয়ান নামের ওই নারী শুক্রবার অস্ত্রপচারের মাধ্যমে হাসপাতালে স্বাস্থ্যবান এক মেয়ে শিশুর জন্ম দেন।

শিশুটির বাবা ৬৮ বছর বয়সী হুয়াং বলেন, শিশুটি স্বর্গ থেকে আমাদের কাছ অর্পিত হয়েছে। দ্য গ্লোবাল টাইমস-এর খবরে বলা হয়েছে, নতুন শিশুটির নাম রাখা হয়েছে তিয়ানচি। যার অর্থ স্বর্গের উপহার। এই দম্পতির আরো দুটো সন্তান রয়েছে। এদিকে এত বেশি বয়সে সন্তান নেয়ায় অনেকে তাদের সমালোচনা করেছেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...