শাহরুখ এ কেমন পরামর্শ দিলেন মেয়েকে

পিবিএ ডেস্ক: রোমান্স আর শাহরুখ, শব্দ দুটিকে পাশাপাশিই নাকি বেশ মানায়। কখনো নাছোড়বান্দা প্রেমিক, আবার কখনো সাহসী প্রেমিক কিংবা প্রেমময় চরিত্রে শাহরুখের বিকল্প ভাবতে পারেন না অনেকেই। অথচ সেই শাহরুখই সন্তানদের ক্ষেত্রে বেশ রক্ষণশীল। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, তিন সন্তানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক শাহরুখের। তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন শাহরুখ। সন্তানরাও তাঁর সঙ্গে সবকিছু শেয়ার করেন।

তবে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, বাবা হিসেবে যথেষ্ট রক্ষণশীল শাহরুখ। এ কথা জানালেন নিজেই। কিছুদিন আগে টিভি শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে কথাপ্রসঙ্গে তিনি জানান, কেউ যদি তাঁর মেয়ে সুহানা খানের ঠোঁটে চুমু খেতে চায়, তাহলে সেই ঠোঁট তিনি উপড়ে ফেলবেন। এতে বোঝা যায়, বাবা হিসেবে শাহরুখ ভীষণ কঠোর।

এবার শাহরুখ জানালেন, মেয়ে যদি প্রেম করে, তবে তাকে বলবেন, প্রেমিককে জীবন থেকে লাথি মেরে বের করে দিতে। শাহরুখ মেয়েকে ভালো ছেলে খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বলেও জানান। সেইসঙ্গে শাহরুখ জানান, সন্তানদের সব বিষয় নিয়েই তাদের সঙ্গে আলাপ হয় তাঁর। তবে প্রেমের প্রসঙ্গটি তিনি মোটেই পছন্দ করেন না। এমনকি এই ব্যাপারে তাঁদের কাছে কোনো কৈফিয়ত দিতেও রাজি নন শাহরুখ।

শাহরুখকে সর্বশেষ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর নতুন আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। ভক্তরা তাঁর নতুন সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি নিজের জন্মদিনে, অর্থাৎ আগামী ২ নভেম্বরে নতুন ছবি সংক্রান্ত ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে শাহরুখের।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...