পিবিএ ডেস্ক: সম্প্রতি যুক্তরাজ্যে একটি লরি থেকে উদ্ধার করা হয়েছে ৩৯ জনের মৃতদেহ। লরি চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে দেশটির একটি আদালতে তোলা হবে।
ওই লরিতে থাকা সবাই চীনের ও পার্শ্ববর্তী এলাকার নাগরিক বলে খবর প্রকাশ করা হয়েছে। তারা অবৈধ উপায়ে যুক্তরাজ্যে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ভিয়েতনামের এক তরুণীর তথ্য বেরিয়ে এসেছে, যিনি ওই লরিতে ছিলেন বলে দাবি করেছে তার পরিবার। লরির মধ্যে দম আটকে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ওই তরুণীর নাম ফেম থি তারা মাই। নুয়েন থি ফাম ও ফেম ভান থিন দম্পতির কন্যা তিনি। থাকেন ভিয়েতনামের উপকূলীয় প্রদেশ হা তিনহের নেহেন শহরে।
উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে যাওয়ার জন্য সম্প্রতি তারা মানব পাচারকারীদের বিপুল অর্থ দেন। কিন্তু মেয়ের যুক্তরাজ্যযাত্রা শেষ হয়েছে মৃত্যু দিয়ে।
গত বৃহস্পতিবার রাতে ফেম থি তারা মাই মা–বাবাকে মোবাইলে এসএমএস পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাবা, মা—আমি দুঃখিত। যে পন্থায় আমি বিদেশে আসতে চেয়েছিলাম, তা আর সফল হচ্ছে না। মা, আমি বাবাকে অনেক ভালোবাসি। তোমাকেও। আমি মরে যাচ্ছি। কারণ, আমি শ্বাস নিতে পারছি না। ভালো থেকো তোমরা। মা, আমি দুঃখিত।’
তারা মাইয়ের বাবা ফেম ভান থিন গণমাধ্যমকে বলেছেন, ‘বার্তাটা পাওয়ার পর আমরা শোকে মুষড়ে পড়েছি। এটা খুবই বেদনাদায়ক। লন্ডনযাত্রায় তাঁর মেয়ের মৃত্যু হতে পারে, এমনটা তাঁদের জানানো দরকার ছিল। কিন্তু তা জানানো হয়নি। মেয়ের যুক্তরাজ্যে যাওয়া বাবদ ৪০ হাজার ডলার (প্রায় ৩৫ লাখ টাকা) পরিশোধ করতে হয়েছে।
পিবিএ/ইকে