মুখের অবাঞ্ছিত লোম অপসারণ করুন ডিম দিয়ে

পিবিএ ডেস্ক: শরীর-স্বাস্থ্য বা স্বাদের জন্যই নয়, ত্বকের জন্যেও ডিম অত্যন্ত উপকারী একটি উপাদান। ত্বকের স্বাস্থ্য ফেরাতেও কাজে লাগাতে পারেন ডিম। ডিমের সাদা অংশে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বকের পরিচর্যায় খুবই উপকারী।অনেকেই আছেন যারা মুখের অবাঞ্ছিত লোম সমস্যায় ভুগে থাকেন এবং পার্লারে গিয়ে থ্রেডিঙ্গের মত ভয়ানক পদ্ধতি অনুসরণ করেন তা অপসরণে। তবে চিন্তা নেই আজকের লেখায় জানাবো সহজ এক উপায়ে আপনার ত্বকের অবাঞ্ছিত লোম অপসারণ করার উপায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখের অবাঞ্ছিত লোম অপসারণ করতে ডিমের প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণসমুহঃ
শুধু একটি ডিম

ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে একটি ব্রাশ দিয়ে ডিমের সাদা অংশ পাতলা করে মুখে মেখে নিন। শুকিয়ে গেলে আরও একবার মাখুন। এভাবে ২-৩ বার করে ডিমের সাদা অংশ মেখে মাস্ক তৈরি করে কিছুক্ষণ রেখে দিন। ওই প্রলেপ সম্পূর্ণ শুকিয়ে গেলে, শুকনো চামড়ার মতো করে টেনে তুলে ফেলুন। দেখবেন মুখের অবাঞ্ছিত লোম আর নেই।

ডিমের সাদা অংশ ব্যবহার করেও মুখের ক্ষুদ্র অবাঞ্ছিত লোম দূর করা সম্ভব। সাধারণত গাল, কপাল বা ঠোঁটের উপরের অংশে অবাঞ্ছিত লোমের আধিক্য দেখা যায়।তাই দেরি না করে আজই ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...