আগামীকাল শপথ নিচ্ছেন মিশা-জায়েদ

পিবিএ ডেস্ক; চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সেদিনই নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব বুঝে নেবেন।

বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজেকশনে শপথ নেবেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন টানা দ্বিতীয়বারের মতো সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি আরও বলেন এদিন শিল্পীদের সঙ্গে পুরোনো দায়িত্ব নতুন করে বুঝে নেব আমরা। পাশাপাশি নতুন অনেকে প্রথমবারের মতো দায়িত্ব নেবেন।

ভোট নেওয়ার পর শুক্রবার এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে ছিলেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা। সহসভাপতির দুটি পদে জয়লাভ করেন ডিপজল ও রুবেল।

সহসাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ছাড়াই বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ।

১১টি কার্যনির্বাহী সদস্যপদে ১৪ জন প্রার্থীর মধ্যে জয়লাভ করেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন ও জয় চৌধুরী, তাঁরা মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচন করেছেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৪৯ জন। এর মধ্যে ৩৮৬ জন ভোট দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন ও বি এইচ নিশান।

পিবিিএ/আম

আরও পড়ুন...