পিবিএ ডেস্ক: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের প্রায় সময়ই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার দিবাগত রাত লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তা পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিরল প্রজাতির এক সজারু মারা যায়।
চালকদের অবহেলা ও বেপরোয়া দ্রুতগতিতে চালকের ফলে প্রতিনিয়ত এভােই সড়কে পিষ্ট হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন বিরল প্রজাতির সাপ মায়া হরিণ, শুকর ছানা, বানর, সজারু, গুইসাপ সহ বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সরীসৃপ প্রজাতির প্রাণী গুলো রাস্তা পারাপারের সময় বেশিরভাগ সময়ই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
পরিবেশবাদী সংগঠনগুলো সড়ক ও রেলপথ দুই পাশে দ্রুত নেটিং পদ্ধতি এবং সড়কের নিচে দিয়ে বন্যপ্রাণী পারাপারের ব্যবস্থা করে দেওয়ার পরামর্শ প্রদান করেন। এই পদ্ধতি অবলম্বন করলে সড়ক ও রেলপথে বন্য প্রাণীর মৃত্যুর হার অনেকটা হ্রাস পাবে। তা না হলে অচিরেই একদিন হারিয়ে যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিরল প্রজাতির বন্যপ্রাণী গুলো।
পিবিএ/মোঃ আহাদ মিয়া/বিএইচ