সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে কিছুই জানেন না পাপন

পিবিএ,ঢাকা: ম্যাচ ফিক্সিংয়ের বিষয় গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল হাসানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এ কথা বলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি এখনো কিছুই জানি না, বিসিবি’কে জানালে জানাবো’।

তিনি আরো বলেন, এই পর্যন্ত আমি কিছুই জানি না, কিছু না ঘটলে কিভাবে জানাবো… এখন বিসিবি’তে যাচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।’

এদিকে, জুয়াড়ির প্রস্তাব গোপন করার ইস্যুতে আইসিসির নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি’র চিঠির অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পিবিএ/ইকে

আরও পড়ুন...