দীপাবলি পার্টিতে গুরুর সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: দীপাবলি এলেই হুল্লোড়ে মাতেন তারকারা। আজ এ ঘর তো কাল ও ঘরে পার্টি। আর সব পার্টিতেই তারার হাট। প্রতিবারের মতো এবারও দীপাবলির আলোয় আলোকিত ভারতের বিনোদন অঙ্গন। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা সম্প্রতি একটি দীপাবলি পার্টিতে নেচে আগুন ঝরিয়েছেন। নিয়ার সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী গুরু রাধাঁবা।

https://www.instagram.com/p/B4HitJxApX_/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

গুরুর চার্টবাস্টার ‘স্যুট স্যুট কররা’ গানের তালে নাচেন নিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে গুরু ও নিয়ার সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। ছোট পোশাকে উষ্ণতা ছড়িয়েছেন আবেদনময়ী নিয়া। ওই পার্টিতে নিয়া শর্মা পরেছিলেন রুপালি লেহেঙ্গা চোলি, আর গুরু পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা-পায়জামা ও এমব্রয়ডারি করা কালো রঙের নেহরু জ্যাকেট।

https://www.instagram.com/p/B4HmtMPC7V6/

দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিকা সিং, কণিকা কাপুর, অদিতি শর্মা, আমির আলি, কপিল শর্মাসহ অনেকেই। নিয়া শর্মাকে সবশেষ ধারাবাহিক ‘জামাই রাজা ২.০-তে দেখা গিয়েছিল। ‘কালী—এক অগ্নিপরীক্ষা’ সিরিয়ালে অনুর ভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে পৌঁছে যায় নিয়ার নাম। তিনি রিয়েলিটি শো ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র অষ্টম মৌসুমে অংশ নিয়েছিলেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...