মাহির জন্মদিনে, এতিমখানায় খাওয়ালেন ভক্ত

পিবিএ,ঢাকা: ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’ খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন ছিল। ব্যতিক্রমভাবে জন্মদিন পালন করেছেন এ লাস্যময়ী ঢালিউড নায়িকার ভক্তরা।

এক বন্ধুর মৃত্যুর স্মৃতি প্রতি জন্মদিনেই তাড়া করে মাহিকে। তাই তিনি সাদামাটা আয়োজনেই দিনটি পালন করেন। তবে ভক্তরা উদযাপন করতে ভোলেননি।

তেমনি এক ভক্ত এবার চমকে দিলেন মাহিকে। ফাতেহা বালাদ আততীন খিলগাঁওয়ের মিছবাহুল উলুম মাদরাসা ও এতিমখানায় শতাধিক বাচ্চাকে খাবার খাইয়েছেন ২৭ অক্টোবর দুপুর বেলায়। তাকে সহযোগিতা করেছেন ওয়াসিম রানা ও উজ্জ্বল দাস।

সন্ধ্যানাগাদ অবশ্য সেই খবর পৌঁছে যায় ‘অগ্নি’ তারকার কাছে। আবেগে আপ্লুত হয়ে ওঠেন তিনি। বলেন, ‘কতটা ভালোবাসলে এটা করা সম্ভব? কোনো বিনিময় ছাড়াই আমাকে কেউ এতখানি ভালোবেসেছে ভাবতেই বুকের ভেতর কেমন করছে! আজকেই প্রথমবারের মতো অনুভব করলাম, অভিনয় জীবন সার্থক। কোথাও কোনো কমতি রয়ে নেই আর।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...