‘তোলপাড়’ ছবি নিয়ে যা বললেন চিত্রনায়িকা শাকিবা

পিবিএ,বিনোদন: এদিকে বিরতি কাটিয়ে আবারও ফিরলেন শাকিবা। এসেই দুটি চলচ্চিত্র ‘রোহিঙ্গা’ ও ‘তোলপাড়’-এ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে প্রথম ছবির কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে দ্বিতীয় ছবির শুটিং এখনও চলছে বলে জানান নায়িকা।

‘তোলপাড়’ প্রসঙ্গে শাকিবা বলেন, জুলাই মাস থেকে ‘তোলপাড়’ নামে নতুন সিনেমার কাজ করছি। এ ছবির গল্পটি দারুণ। এতে দর্শক আমাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। এরইমধ্যে ছবির দৃশ্যধারণের সব কাজ প্রায় শেষ হয়েছে। আর ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এই ছবিতে আমার নায়ক হিসেবে অভিনয় করছেন সনি রহমান।

এই ছবির গল্প প্রসঙ্গে শাকিবা আরো বলেন, নতুন এ ছবিটিতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।

এদিকে মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গেও যোগাযোগ হয়েছে শাকিবার। ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে মিটিংও করেছেন তিনি। তবে এর কাজ এখনো শুরু হয়নি বলে জানান নায়িকা।

প্রসঙ্গত শাকিবা একের পর এক ‘বাঁচাও দেশ’, ‘ মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেন।

পিবিএ/মারুফ সরকার/এমএসএম

আরও পড়ুন...