গ্রামের ছেলের ক্যারিয়ার ও বড় স্বপ্নের রিবেল

পিবিএ,ঢাকা: রংপুর জেলার মনুরছড়া গ্রামে জন্মগ্রহণ করেন রিবেল মনোয়ার। তাই নিজেকে গ্রামের ছেলে হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কৃষিভিত্তিক ও বণিক পরিবারের সন্তান। পড়াশোনা করেছেন ব্র্যাক স্কুল, সরকারি স্কুল, কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে অনার্স। এরপর মার্কেটিংয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে। এরপর সুইস ইউনিভার্সাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট , জুরিখ, সুইজারল্যান্ড থেকে ডিপ্লোমা ইন কম্পিউটিং এন্ড সাইবার সিকিউরিটি, ডিপ্লোমা ইন স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট এবং বিজনেস লিডারশিপে গবেষনা সম্পন্ন করেন। এখন এমফিল এ ভর্তি হয়ে গবেষনা করছেন। এরপর পিএইডি করার জন্য পড়াশোনা করছেন। বর্তমানে একাধিক বিষয়ে দেশে ও বিদেশে পড়াশোনা করছেন সেইসাথে তৈরি করেছেন দেশের প্রতিষ্ঠিত কয়েকটি কোম্পানী।

এডিসন গ্রুপ ও ফাউন্ডেশনের (সিমফোনী মোবাইল এর মাদার কোম্পানীর) আইটি ও এগ্রো সেক্টরের প্রতিষ্টাতা সিওও তিনি। বাংলাদেশে উদ্যোক্তা তৈরির কারিগর ড. মো. সবুর খানের নেতৃত্বে ড্যাফোডিল গ্রুপের ডলফিন ডিজিটাল, ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন, ড্যাফোডিল মাল্টিমিডিয়া, স্কিল জবস এ তিনি ছিলেন মার্কেটিং ডিরেক্টর।
কর্পোরেট কালচার, ওয়ার্ক এথিকস্, ইনোভেটিভ অ্যাপ্রোচ, স্ট্রাটেজিক প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্টে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি মনোয়ারুল ইসলাম রিবেল। ব্যবসা-বাণিজ্যে তার হাতে খড়ি সেই কৈশোর বয়স থেকে যখন সে তার বাবার দোকানে সাহায্য করার জন্য সময় দিতেন।
তিনি তার ক্যারিয়ারকে নিত্য নতুনভাবে এক্সপিরিমেন্ট করে বিজনেস ডেভেলপমেন্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যখন কোন কোম্পানি তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে, যখন উদ্যোগের সাথে জড়িত সকলের জন্য একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন মনোয়ারুল ইসলাম রিবেল তার সৃজনশীল চিন্তাধারা, ব্যবসায়ীক জগতের সর্বশেষ জ্ঞান ও নিজস্ব ইনটিউশন এবং এক্সপিরিয়েন্সের সমন্বয়ে এই ধরনের মৃত প্রায় ব্যবসায়ীক উদ্যোগকে নতুন জীবন দান করেন এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কৌশল বাতলে দেন। অনেক রুগ্ন শিল্প ও ব্যবসাকে শক্ত ভিত্তির উপর দাড় করিয়ে তিনি নিজেকে সুপরিচিত করেছেন। মার্কেটিংকে ডিজিটাল সেক্টরে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্পোরেট সেক্টরে নানা ধরণের ইতিবাচক সংস্কার আনতে তার নানান উদ্ভাবনী ও কল্যাণমূখী পদক্ষেপ তাকে ভিশনারী লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি মুক্ত চিন্তা করতে পছন্দ করতেন, এবং কোন ধরাবাঁধা সীমায় তিনি আবদ্ধ থাকতে চাননি। সময়ের আবর্তে মনোয়ারুল ইসলাম রিবেল বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং এর পাশাপাশি আইটি ও বিপিও এর উপর গভীর জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে তোলেন । পাশাপাশি নলেজ বেজড বিজনেসে একজন স্কলার হিসাবে প্রতিষ্ঠিত হন। তিনি যাদরো আইটি লিমিটেড, অরেঞ্জবিডি , এজিডি মালয়েশিযার বাংলাদেশ অপারেশনে সিওও হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট উইমেন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং টেকনো আউট সোর্স ইউকে লিমিটেড এর মার্কেটিং এন্ড মিডিয়া কনস্যালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিআইইউ, ইউআইটিএস, প্রাইমএশিয়া সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্টানের ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট তাকে শিক্ষা প্রতিষ্ঠানের মার্কেটিং সেক্টরে একজন উদাহরণ হিসেবে তৈরি করেছে। ছাত্রজীবনেই তিনি সাংবাদিকতা করেন দৈনিক সমকাল ও বাংলানিউজ২৪.কম এর রিপোর্টার হিসেবে। পরে প্রতিষ্ঠা করেন বেঙ্গলিনিউজ , ক্যারিয়ার সংবাদ এক্সিকিউটিভ এডিটরের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি তার জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযুক্তি , আইওটির প্রয়োগ করে এ্যাগ্রো ইন্ডাষ্ট্রির সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখছেন।

আইটি সেক্টর:
– বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট
– ব্লকচেইন টেকনোলজিস বাংলাদেশ
– ডলফিন আইওটি সল্যুউশন
– রকেট রোবোটিক্স
– রংপুর সাইবার সেন্টার
– এআই বাংলাদেশ
– মিডিয়াটেক বাংলাদেশ

রিসার্চ ইনস্টিটিউট:
– বাংলাদেশ মার্কেটিং রিসার্চ ইনস্টিটিউট (এমআরআই)
– রংপুর রিসার্চ ইনস্টিটিউট
– বাংলাদেশ সাসটেইননেবিলিটি রিসার্চ ইনস্টিটিউট
– বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশন
– ক্যাপিটাল মার্কেটিং প্রোফেশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
– বাংলাদেশ নিউ মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট
– বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট

শিক্ষা
– এভারফি এডু-টেক বাংলাদেশ
– বাংলাদেশ ডিজিটাল লার্নিং সোসাইটি
– এডু-টেক বাংলাদেশ
– ফ্লোরিস্ট প্রি-স্কুল ও ডে কেয়ার সেন্টার
– বাংলাদেশ শর্ট ফিল্ম ইনস্টিটিউট
– ঢাকা বইঘর
সোসাইটি/ কমিউনিটি:
– বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
– ডিজিটাল মার্কেটিং এক্সপো বাংলাদেশ
– কানেক্টিং দ্যা ডট সোসাইটি
– বাংলাদেশ স্ট্রাকচার অব ইন্টেলিজেন্স সোস্যাইটি
– বাংলাদেশ ইনডেজিনাস ক্যারিয়ার ফোরাম
– বাংলাদেশ বিজনেস রেসিলিয়েন্স ফোরাম
– কমিউনিটি বেইজড ট্যুরিজম সেন্টার অব বাংলাদেশ
– বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল নেটওয়ার্ক

সোশ্যাল ডেভেলপমেন্ট:
– ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট
– এগ্রিকালচার প্রোডাক্ট ব্রান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
– ইয়ুথ মার্কেটিং সোসাইটি
– এলোন মাস্ক স্টাডি গ্রুপ
– জ্যাক মা স্টাডি গ্রুপ
– ওয়ারেন বাফেট স্টাডি গ্রুপ
– সুফি মিজান স্টাডি গ্রুপ
তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির ক্লাব ডিরেক্টর।
প্রতিষ্ঠাতা ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব।
ঢাকা ইউনিভার্সিটি সফট স্কিলস ক্লাব।

হার্ভার্ড ইউনিভাার্সিটি, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টসহ বেশ কিছু প্রতিষ্টানের অধীনে কিছু প্রফেশনাল কোর্স ও অনলাইন এডুকেশন সম্পন্ন করেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...